মেদিনীপুর শহরের সুকান্ত পল্লী এলাকায় ২৪ জনের বেশি জন্ডিসে সংক্রমিত!ক্ষোভ।

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের সুকান্ত পল্লী এলাকায় ২৪ জনের বেশি জন্ডিসে সংক্রমিত! পানীয় জল থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা! এলাকার তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে ক্ষোভ সাধারণ মানুষের! ঘটনাস্থলে CMOH সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা, জানা গিয়েছে মেদিনীপুর পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লি এলাকায় প্রায় ২৪ জনের জন্ডিসের সংক্রমণ! তড়িঘড়ি এলাকায় এল স্বাস্থ্য দপ্তর সহ জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। এই সংক্রমণ ছড়ানোর পরেই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এর বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উপরে দিলেন স্থানীয়রা। স্থানীয়দের দাবি, এলাকায় নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না। এলাকায় সংক্রমনের খবর আগেই কাউন্সিলর কে জানানো হলেও তিনি কোন পদক্ষেপ করেননি। আর সেই কারণেই এত বড় সমস্যায় পড়তে হলো তাদের। তৃণমূল কাউন্সিলর অবশ্য দায় চাপিয়েছেন স্থানীয় মানুষদের উপরেই। সচেতনতা নেই সে কারণেই এত বড় ঘটনা! দাবি স্থানীয় কাউন্সিলর মৌসুমী হাজেরারর।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পানীয় জল থেকেই ছড়িয়েছে সংক্রমণ। ইতিমধ্যেই একটি সাবমারসিবল পাম্প থেকে শুরু করে বেশ কয়েক টি পানীয় জলের ট্যাপ সিল করা হচ্ছে। সমস্ত ট্যাপ ও সাবমার্সিবল পাম্প থেকে পানীয় জলের নমুনা সংগ্রহ করে পাঠানো হচ্ছে টেস্টিং এর জন্য। গোটা ঘটনা নিয়ে বৃহস্পতিবারই উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শংকর সারেঙ্গী, মেদিনীপুরের মহকুমা শাসক মধুমিতা মুখার্জী, পৌর প্রধান সৌমেন খান সহ জনস্বাস্থ্য কারিগরি ও প্রশাসনিক আধিকারিকরা। গোটা ঘটনায় এলাকায় রীতিমতো আতঙ্কের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *