পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- হাতেগোনা আর কয়েকদিন বাকি রামনবমী, রাজ্যের বিভিন্ন প্রান্তে সনাতনীরা এই রামনবমীর শোভাযাত্রায় উপস্থিত হবেন, ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে এক কোটিরও বেশি সনাতন হিন্দুদের রাস্তায় মামার বার্তা দেওয়া হয়, সেই রামনবমী উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে হিন্দু সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে রামনবমীর শোভাযাত্রা ও আখড়া বের হয় খড়গপুর শহরে, তার আগে চলছে প্রশিক্ষণ, বৃহস্পতিবার বিকেলে খড়গপুর শহরের মথুরাকাটি এলাকায় আখড়ার প্রস্তুতি ও লাঠি খেলা প্রশিক্ষণের আয়োজন খেলা হয়।
এই দিন এই প্রশিক্ষনে উপস্থিত ছিলেন দাপুটে বিজেপি নেতা দিলীপ ঘোষ, এই দিন পুজো দেওয়ার পাশাপাশি গদা হাতে এবং লাঠি খেলতে দেখা যায় দিলীপ ঘোষকে, কয়েকদিন আগে হাতে কাটারি নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছিল দিলীপ ঘোষকে নিয়ে, যদিও সেই বিতর্ককে তোয়াক্কা না করে নিজের মেজাজে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছে দিলীপ ঘোষ, এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ স্পষ্টভাবে জানিয়ে দেন রাজ্যজুড়ে যেভাবে হিন্দু সনাতনীদের উপর অত্যাচার চলছে তাতে আগামী দিনে যেভাবে হোক আমাদের রুখে দাঁড়াতে হবে, আগামী রামনবমীর দিনে রাজ্যের বিভিন্ন জায়গায় শোভাযাত্রা বের হবে, বের হবে আখড়াও, তাতে যদি পুলিশ বাধা দেয় তাহলে থানা ঘেরাও করা হবে বলে এদিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ।
Leave a Reply