নিজস্ব সংবাদদাতা, মালদা—-স্ত্রীর ওপর স্বামীর পাশবিক অত্যাচার। বিকৃত সহবাস। যৌন নির্যাতন। প্রতিদিন চলতে মারধোর। স্ত্রীর বাবার বাড়ি থেকে টাকা দাবি করা হচ্ছিল। আর তা দিতে না পারায় স্ত্রীকে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা। অভিযোগ স্বামী ও শ্বশুর বাড়ির বিরুদ্ধে। ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের। পুলিশ সুপারের দারস্থ হয়েছেন নির্যাতিতার মা। এই ঘটনা রীতিমতো ক্ষুব্ধ গ্রামবাসীরা। মালদার ইংরেজ বাজার থানা এলাকায় ঘটনা।
নির্যাতিতার মা ও তার প্রতিবেশীরা দাবি করেন বিয়ের পর থেকেই এ ধরনের অত্যাচার চলতো নির্যাতিতার ওপর। তা সহ্য করেও সে শ্বশুরবাড়িতে থাকতো। প্রায় বাবার বাড়ি থেকে টাকার দাবি করা হতো। আর সেই টাকা না মেটালেই চলত অত্যাচার। ওই নির্যাতিতার বাবার বাড়ি থেকে পঞ্চাশ হাজার টাকা দাবি করা হয়। তার মিটাতে না পারায় তাকে পুড়িয়ে মারার চেষ্টা করে স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা বলে অভিযোগ।
ইংরেজবাজার থানায় অভিযোগ জানিয়েছেন। পুলিশ সময় মতো ব্যবস্থা না নেওয়ায় পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন তারা
এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
স্ত্রীকে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা, অভিযোগ স্বামী ও শ্বশুর বাড়ির বিরুদ্ধে, ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের।

Leave a Reply