হাওড়া, নিজস্ব সংবাদদাতা:- ডোমজুর থানার ডাঁসি দাসপাড়া এলাকায় এক শিশুর দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। বছর চারেকের ওই শিশুর নাম শেখ আয়ুস।আজ সকাল সাড়ে নটা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না বলেই অভিযোগ। এরপর বেলা গড়াতে বাড়ি থেকে কিছুটা দূরে ঝোপের মধ্যে তাকে হাত বাঁধা অবস্থায় পাওয়া যায়। মুখে আঘাতের চিহ্ন রয়েছে। শ্বাস রোধ করে তাকে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান করা যাচ্ছে। ঘটনাস্থলে ডোমজুর থানার পুলিশ। কী কারনে, কারা ওই শিশুকে হত্যা করল, তার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ। চলছে রমজান মাস,কদিন পরেই চাঁদ রাত, তারপর ঈদ। আর এই চাঁদ রাতের আগেই পরিবার তাঁর চাঁদের মতো ফুটফুটে শিশুকে হারাল। এমন একটি ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হাওড়ায় শিশুর দেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য। নামানো হয়েছে ডিটেকশন ডগ, চলছে তদন্ত।

Leave a Reply