পাঞ্জাবের কৃষকদের সমর্থন পশ্চিমবঙ্গে জয় কিষাণ আন্দোলনের দমন-বিরোধী বিক্ষোভ।

কোলকাতা/বাঁকুড়া :- আজ বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের মানাচরে, জয় কিষাণ আন্দোলন, পশ্চিমবঙ্গ’র পক্ষ থেকে সম্প্রতি পাঞ্জাবে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে চলা কৃষক আন্দোলন জোর করে ভেঙ্গে দেওয়া এবং নিরীহ নিরস্ত্র কৃষকের ওপর মর্মান্তিক আক্রমণ নামিয়ে আনার প্রতিবাদে, বহু সংখ্যক কৃষকের উপস্থিতিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ প্রসঙ্গে জয় কিষাণ আন্দোলনের সর্বভারতীয় সভাপতি শ্রী অভীক সাহা জানিয়েছেন –“ন্যায্য এবং মৌলিক দাবিগুলোর জন্য শান্তিপূর্ণ ও সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে চলা কৃষক ধর্নাকে পাঞ্জাব সরকার যে পদ্ধতিতে ভেঙ্গেছে, তা চূড়ান্ত অগণতান্ত্রিক এবং স্বৈরাচার। এই ধর্না এবং নিরীহ ও নিরস্ত্র কৃষকের ওপর যে পদ্ধতিতে পুলিশি এবং বুলডোজার সন্ত্রাস নামিয়ে আনা হয়েছে, সরকারী মদতে লুটপাট চালানো হয়েছে, তার সাথে দিলীর ঐতিহাসিক কৃষক আন্দোলনের ওপর মোদী সরকারের আক্রমণের সাদৃশ্য রয়েছে। তাই, আমরা একে পাঞ্জাব রাজ্য সরকার ও মোদীর কেন্দ্র সরকারের গোপন বোঝাপড়া বলেই দেখছি।সারা দেশের কৃষক সমাজ শীঘ্রই এই বর্বরতার জবাব দিতে রাস্তায় নামবে।”

বিক্ষোভ সমাবেশে বক্তব্যে জয় কিষাণ আন্দোলনের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শ্রী ননী রায় বলেছেন – “এই রাজ্যের সমস্ত কৃষক পাঞ্জাবের অত্যাচারিত ও নিপীড়িত কৃষকের সাথে আছে। আমরা সারা রাজ্য জুড়ে এই অত্যাচার ও আক্রমনের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করব।”

গ্রেপ্তার করা সমস্ত নেতৃত্ব ও কৃষকদের নিঃশর্ত মুক্তি দিতে হবে, বাজেয়াপ্ত করা ট্রলি, ট্রাক্টর ও অন্যান্য সরঞ্জাম নিঃশর্তে ফেরত দিতে হবে, ট্রলি, ট্রাক্টর ভাঙচুর করার জন্য নিঃশর্ত ক্ষতিপূরণ দিতে হবে – সভায় প্রমুখ দাবি ওঠে।

 

*~পাঞ্জাবে গণতান্ত্রিক পদ্ধতিতে চলা কৃষক আন্দোলন এবং কৃষকের ওপর পাঞ্জাব সরকারের নির্মম নিপীড়ন ও সন্ত্রাস নামিয়ে আনার প্রতিবাদে চরম বিক্ষোভ প্রদর্শন*

*~ন্যায্য দাবিদাওয়ার ভিত্তিতে গণতান্ত্রিক উপায়ে এবং শান্তিপূর্ণ কৃষক আন্দোলন এবং আন্দোলনরত নিরীহ কৃষকের ওপর সম্প্রতি পাঞ্জাব সরকার এবং কেন্দ্র সরকার মিলিতভাবে যে সন্ত্রাস নামিয়ে এনেছে – তা বর্বরতা এবং স্বৈরাচারের চরম নিদর্শন। সারা দেশের কৃষক সমাজ মোদী–মান সরকারের এই চরম বর্বরতার উপযুক্ত জবাব দেবে – অভীক সাহা, সর্বভারতীয় সভাপতি, জয় কিষাণ আন্দোলন*

*~ সম্প্রতি পাঞ্জাব সরকারের দ্বারা আন্দোলনরত কৃষকদের ওপর জঘন্য আক্রমণ নামিয়ে আনার ঘটনার তীব্র ধিক্কার জানাচ্ছে জয় কিষাণ আন্দোলন, পশ্চিমবঙ্গ শাখা। রাজ্যের দিকে দিকে ধিক্কার সমাবেশের মাধ্যমে এই বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানাবে বাংলার কৃষক সমাজ – ননী রায়, রাজ্য সভাপতি, জয় কিষাণ আন্দোলন, পশ্চিমবঙ্গ*

*মিডিয়া সেল | জয় কিষান আন্দোলন, পশ্চিমবঙ্গ*
যোগাযোগ: ৮৩৩৬ ৯৩৯৩৯৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *