নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:- মালদার মোথাবাড়ির ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকেলে বালুরঘাট থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল বিজেপি। এদিন থানা ঘেরাও এর আগে বালুরঘাটে বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল বের করে বিজেপি। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তপনের বিধায়ক বুধরাই টুডু, বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার, বিজেপির টাউন সভাপতি সমীর প্রসাদ দত্ত, বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি শুভ চক্রবর্তী সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে বালুরঘাট থানার গেটে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।
মালদার মোথাবাড়ির ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকেলে বালুরঘাট থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল বিজেপি।

Leave a Reply