নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট ঃ-আগুনে পুড়ল অন্ত ২৫ বিঘা গমের জমি। ক্ষতিগ্রস্থ ৮ টি কৃষক পরিবার। সোমবার দুপুরে ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানার অন্তর্গত বোল্লা মল্লিকপুর গ্রামে। পতিরাম থানার পুলিশ ও দমকলের প্রচেষ্টায় দীর্ঘ তিনঘন্টা পর আগুন আয়ত্ত্বে আনা সম্ভব হয়েছে।
স্থানীয় এবং পুলিশ সূত্রে খবর, এদিন দুপুরে জমিতে আগুন দেখতে পেয়েই স্থানীয়দের মধ্যে হুড়োহুড়ি পরে যায়। পুলিশ ও দমকলে খবর দিয়েই স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করেন। এরপরেই পুলিশ ও দমকল পৌঁছে আগুন নেভানোর কাজে উদ্যত হয়। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নেভে। ততক্ষণে পুড়ে ছাই হয় অন্তত ২৫ বিঘা ধানের জমি। ক্ষতির পরিমান কয়েক লক্ষ টাকা।
ডিএসপি সদর বিক্রম প্রসাদ জানান, এলাকাটি এতটাই ভেতরে ও দূর্গম স্থানে যে, দমকলের ইঞ্জিন পৌঁছাতে পারেনি। সেকারণে জল মেলেনি। তবে দমকল কর্মীদের সহযোগিতায় ঝোঁপঝাড় ফেলে আগুন নেভানো গিয়েছে। আগুন লাগার কারণ জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আগুনে পুড়ল অন্ত ২৫ বিঘা গমের জমি।

Leave a Reply