পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গোপন সূত্রে খবর পেয়ে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের প্রয়াগ গ্রামের বাজিপাড়ায় হানা দেয় কোলাঘাট থানার পুলিশের, এই অভিযানে ৮০০ কেজি বাজির মসলা সহ উপকরণ উদ্ধার করে কোলাঘাট থানার পুলিশ, পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল অর্থাৎ বুধবার রাত্রি দশটা নাগাদ অভিযান চলায় কোলাঘাট থানার পুলিশ, তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রসঙ্গত গত দুই দিন আগে দক্ষিণ ২৪ পরগণায় বাজি বিস্ফোরণের ঘটনা ঘটে,এরপরই নড়ে চড়ে বসে রাজ্য পুলিশ, অন্যদিকে এই খবর ছড়িয়ে পড়তে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে।
গোপন সূত্রে খবর পেয়ে কোলাঘাটের প্রয়াগ গ্রামের বাজিপাড়ায় হানা কোলাঘাট থানার পুলিশের,উদ্ধার ৮০০ কেজি বাজির মসলা সহ উপকরণ।

Leave a Reply