দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- মূল্যবৃদ্ধি, ওষুধের দাম বৃদ্ধি, বেকারত্বসহ একাধিক দাবিতে বৃহস্পতিবার রাজ্যজুড়ে আইন অমান্য কর্মসূচি পালন করল এসইউসিআই। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরেও এই কর্মসূচির অঙ্গ হিসেবে একটি মিছিল বের করে সংগঠনের কর্মী-সমর্থকরা।
বালুরঘাট শহরে এই কর্মসূচির নেতৃত্ব দেন দলের জেলা কমিটির সদস্য নন্দা সাহা। তিনি জানান, “থ্রেড কালচার, লাগাতার মূল্যবৃদ্ধি, বেকারত্বের সমস্যা দূরীকরণসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবিতে আমরা আজ রাজ্যজুড়ে আন্দোলনে নেমেছি। দক্ষিণ দিনাজপুর জেলা কমিটিও এর অংশ হিসেবে বালুরঘাটে আইন অমান্য কর্মসূচি পালন করছে।”
এসইউসিআই নেতৃত্বের দাবি, কেন্দ্র ও রাজ্য সরকার জনস্বার্থ বিরোধী নীতি গ্রহণ করছে, যার ফলে সাধারণ মানুষ চরম দুরবস্থার সম্মুখীন হচ্ছেন। সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যদি দাবিগুলি না মানা হয়, তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে তারা।
Leave a Reply