নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- শুক্রবার সন্ধ্যায় বিজেপির ফালাকাটা ১ নম্বর ও ৪ নম্বর মণ্ডলের পক্ষ থেকে ফালাকাটা ব্লকের জটেশ্বরে বিক্ষোভ মিছিলের বের করা হয়। ওই মিছিলটি জটেশ্বর বাজার সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে।উপস্থিত ছিলেন বিজেপির ফালাকাটা ১ নম্বর মন্ডল সভাপতি অনুপ দাস ছিলেন বিজেপির ফালাকাটা ৪ নম্বর মন্ডল সভাপতি ফনিভুষন রায় বিজেপি নেতা সুব্রত সাহা, অর্ণব ঘোষ সহ অনেকেই।
শুক্রবার সন্ধ্যায় বিজেপির ফালাকাটা ১ নম্বর ও ৪ নম্বর মণ্ডলের পক্ষ থেকে ফালাকাটা ব্লকের জটেশ্বরে বিক্ষোভ মিছিলের বের করা হয়।

Leave a Reply