উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- এসইউসিআইসি দলের রায়গঞ্জ লোকাল কমিটির ইনচার্জ গোপাল দেবনাথ গ্রেপ্তার সহ মিথ্যা মামলা দেওয়া হয়েছে উত্তর দিনাজপুর জেলা কমিটির সম্পাদক এসইউসিআইসি দলের কমরেড দুলাল রাজবংশী,
এসইউসিআইসি দলের উত্তর দিনাজপুর জেলা কমিটির প্রবীণ সদস্য সনাতন দত্ত,
ছাত্র সংগঠন এ আই ডি এসও-র জেলা সম্পাদক কমরেড শ্যামল দত্ত ও ১০০ জন নেতা কর্মীদেরকে উপরে মিথ্যা মামলা দেওয়া হয় |
এসইউসিআইসি দলের রায়গঞ্জ লোকাল কমিটির ইনচার্জ গোপাল দেবনাথ গ্রেপ্তার, মিথ্যা মামলা দেওয়ার ওভিযোগ।

Leave a Reply