দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- “সবার হাতে কাজ চাই, সবার পেটে ভাত চাই” এই দাবিকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলা যুবলীগের সপ্তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো বালুরঘাটে। শনিবার দক্ষিণ দিনাজপুর জেলা ফরওয়ার্ড ব্লক কার্যালয়ে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলন ঘিরে কর্মী-সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। জেলার বিভিন্ন প্রান্ত থেকে যুব কর্মীরা উপস্থিত হন। কর্মসংস্থান, যুব সমাজের ভবিষ্যৎ ও খাদ্য নিরাপত্তার দাবিতে এই সম্মেলনে বক্তব্য রাখেন জেলা নেতৃত্বরা।
সম্মেলনের আগে যুবলীগের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি ফরওয়ার্ড ব্লক জেলা কার্যালয় থেকে শুরু হয়ে গোটা বালুরঘাট শহর পরিক্রমা করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়।
সম্মেলন ঘিরে গোটা এলাকায় নিরাপত্তার ব্যবস্থাও ছিল কড়া।
বালুরঘাটে যুবলীগের সপ্তম জেলা সম্মেলন, কর্মসংস্থান ও খাদ্য নিরাপত্তার দাবিতে জোর সুর।

Leave a Reply