যোগ্য অযোগ্য সবাই বাদ এরই নাম সাম্যবাদ….২৬,০০০ বরবাদ।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- আজ পশ্চিমবঙ্গে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর বীণা ভেঙ্গে দিয়েছে দুর্নীতির অধিষ্ঠাত্রী দেবী মমতা । এই দুর্নীতির দায় আপামর বঙ্গবাসীর। আমরা ক্ষমা চাইবো বিদ্যাসাগর মহাশয়ের কাছে। তারপর জনগণের কাছে বিচার চাইবো।

আজ কলেজ স্কোয়ারে বিদ্যাসাগর মহাশয়ের মূর্তির সামনে জমায়েত করে পথ অবর করে বিক্ষোভ দেখানো হয় এক অভিনব কর্মসূচি গ্রহণ করা হয় কংগ্রেস সেবা দলের পক্ষ দিয়ে।

রাজ্যে ঘটে যাওয়া বড় ঘটনার মধ্যে এক নতুন ঘটনা হলো 26 হাজার চাকরি চলে যাওয়া । বাংলার মাটিতে এই প্রথম শিক্ষার দুর্নীতির ক্ষেত্রে বড় পদক্ষেপ বিচার ব্যবস্থার । একদিকে শিক্ষা মন্ত্রী জেলে দ্বিতীয় দিকে 26 হাজার চাকরি বাতিল । বাংলার শিক্ষক জগতের ওপর বড় সোরো ধাক্কা। মানুষ দিশা হারা অসহায় পরিস্থিতি রাজ্যে । রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন এর দায়ী বিজেপি ও সিপিএম। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন এক লাখ শুন্য পথ এখনো আমরা নিজের হাতে রেখেছি। আগামী দিনের শিক্ষক দের ভবিষ্যৎ বাংলায় ধোঁয়াচে। ৮ হাজার স্কুল ইতি মধ্যে বন্ধ শিক্ষক না থাকার কারণে। নতুন করে কোন শিক্ষক নিয়োগ নেই। বাংলা নতুন প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকারে। তারই প্রতিবাদে আজকের এই কর্মসূচি কংগ্রেস সেবা দলের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *