নিজস্ব সংবাদদাতা, তপন, ৫ এপ্রিল: স্বামীর বাড়িতে প্রবেশের জন্য ধর্নায় বসল স্ত্রী৷ শনিবার তপন থানার মাঝিখন্ডায় ঘটনায় চাঞ্চল্য ছড়াল। স্বামীর বাড়ি বন্ধ থাকায় অবশেষে স্ত্রী তপন থানার দ্বারস্থ হয়। বছর তিনেক আগে রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে। তারা একসঙ্গে দীর্ঘদিন ছিলেন। গতকাল স্ত্রী বালুরঘাট আসার পর বাড়ি গিয়ে দেখেন তার ঘরে তালা লাগানো। এদিকে নিজের বাড়িতে ঢুকতে না পেরে শনিবার তখন থানার দ্বারস্থ হলেন ওই গৃহবধূ। এদিকে অভিযোগ পেতে এই ঘটনার তদন্ত শুরু করেছে তপন থানার পুলিশ।
জানা গিয়েছে, ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি তপন থানার মাঝিখন্ড এলাকার ইয়াস কুরুনি ও গঙ্গারামপুর থানার চালুনের বাসিন্দা শারমিন খাতুনের রেজিস্ট্রি বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী স্ত্রী চালুনে গৃহবধূর বাপের বাড়িতেই থাকত। এদিকে মাছ ছয়েক আগে ওই দম্পতি তপনের মাঝিখন্ডায় এলাকায় স্বামীর বাড়িতে চলে আসেন। এখনো দীর্ঘদিন ধরে এক সঙ্গে ছিলেন তারা। গতকাল স্ত্রী বালুরঘাটে কাজে এসেছিলেন। এরপর বাড়ি ফিরে গিয়ে দেখেন তার ঘরে তালা লাগানো। বাড়িতে কেউ নেই। এরপরে স্বামীর বাড়ির সামনে ধরনায় বসেন স্ত্রী।
Leave a Reply