সর্বভারতীয় ফুটবল প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার গৌরব উদযাপনে “সবুজ মেরুন বিজয় উৎসব”- পালন।

হাওড়া, নিজস্ব সংবাদদাতা:- “হাওড়া মেরিনার্স”-এর উদ্যোগে মোহনবাগান এ্যাথলেটিক ক্লাবের সর্বভারতীয় ক্ষেত্রে শ্রেষ্ঠ ফুটবল প্রথযোগিতা “আই.এস.এল” এর লীগ শীল্ড ও কাপ, কলকাতা প্রিমিয়ার হকি লীগ সহ বিভিন্ন বয়স ভিত্তিক সর্বভারতীয় ফুটবল প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার গৌরব উদযাপনে “সবুজ মেরুন বিজয় উৎসব”-এ প্রধান অতিথি রূপে উপস্থিত সকল সদস্য সমর্থক ও কর্মকর্তাদের আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে আগামী মরসুমে ক্লাবের এই ঈর্ষণীয় সাফল্য অব্যহত থাকুক এই কামনা করলেন, মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের অপ্রকাশ মুখার্জী লেন স্থিত “শীতলা সমিতি”-এর উদ্যোগে আয়োজিত মাতৃ আরাধনার পুণ্য আয়োজনে “শীতলা মাতা”র মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পনের মধ্য দিয়ে অন্তরের ভক্তিপূর্ণ শ্রদ্ধার্ঘ্য নিবেদন এবং মাতৃ মূর্তি সম্মুখে সর্বজন মঙ্গল কামনায় প্রার্থনা করলেন এবং হাওড়া জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান “শিবপুর ভবানী বালিকা বিদ্যালয়”-এ নবনির্মিত “প্রকৃতিনাথ ভট্টাচাৰ্য স্মৃতি মিলন মঞ্চ” উদ্বোধনের মহতী অনুষ্ঠানে উদ্বোধক রূপে উপস্থিত সকল ছাত্রী, শিক্ষক শিক্ষিকা সহ সুধী সজ্জনমন্ডলীকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন সহ ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ সমাজ সংস্কারক, বাংলার নবজাগরণের পুরোধা ব্যক্তিত্ব, প্রাতঃস্মরণীয় মনীষী পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের আবক্ষ মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে অন্তরের ভক্তিপূর্ণ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, হাওড়া জেলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব ,আধুনিক হাওড়ার উন্নয়নের পথিকৃৎ, আমাদের আদর্শ আমাদের অভিভাবক,সর্বজন শ্রদ্ধেয় জননেতা শ্রী অরূপ রায় মহাশয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *