মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- জলাশয়ের ধারে ঝোপঝাড়ের মধ্যে পাঁচ জার ভরতি বোমা উদ্ধার! উদ্ধার মোট ৭৭টি তাজা বল বোমা! আর উদ্ধার এই সমস্ত বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করল সিআইডি বম্ব স্কোয়াড। বুধবার এই ঘটনাকে ঘিরেই ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়াল মালদার কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির অধনস্ত শাহবাজপুর অঞ্চলের বামুনটোলার ঘুনটোলা এলাকায়।। তবে কে বা কারা, কী উদ্দেশ্যে জলাশয়ের ধারে ঝোপঝাড়ের মধ্যে বিপুল সংখ্যক বোমা লুকিয়ে রেখেছিল তা এখনও জানা যায়নি। তাই গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।
উদ্ধার হওয়া সমস্ত বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করল সিআইডি বম্ব স্কোয়াড।

Leave a Reply