পলাশীপাড়া-নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- উনিশ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার তিন যুবক। ঘটনাটি ঘটেছে নদীয়া পলাশীপাড়া থানার একটি গ্রামে। তরুণী বর্তমানে জেলার একটি হাসপাতালে চিকিৎসাধীন। ধৃতদের বুধবার আদালতে হাজির করানো হলে বিচারক ছয় দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে,সোমবার বিকেলে পলাশীপাড়া থানা এলাকার একটি গ্রামের এক জায়গায় নিয়ে যায় এক যুবক। সেখানে তাকে ধর্ষন করে বলে অভিযোগ ওই যুবকের বিরুদ্ধে । ঘটনাস্থলে আরও দুই যুবক ছিল বলে জানা গিয়েছে। সন্ধ্যার পর রক্তক্ষরণ হয় ওই তরুণীর। তাকে মঙ্গলবার স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পুরো ঘটনার কথা জানতে পারে পরিবারের লোক। এরপর মঙ্গলবার রাতেই স্থানীয় থানায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ করে পরিবারের এক সদস্য।
এক তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার তিন যুবক।

Leave a Reply