ডা: হা: কৃষি বিভাগ সহ কৃষি অধিকর্তার করণ এ কৃষক বন্ধু প্রকল্পে আঁধার নাম্বার সংযুক্তিকরণ ক্যাম্পের শেষ দিনে কৃষকদের লম্বা লাইন।

ডায়মন্ড হারবার-দক্ষিণ ২৪পরগনা , নিজস্ব সংবাদদাতা:- পশ্চিমবঙ্গের কৃষক বন্ধু প্রকল্পে আঁধার নাম্বার সংযুক্ত করার শেষ দিনে ডায়মন্ড হারবার এক নম্বর ব্লক কৃষি বিভাগ সহ কৃষি অধিকার্তার করণে লম্বা লাইন দেখা গেলো।কৃষক বন্ধু প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এই কৃষক বন্ধু প্রকল্পটি পশ্চিম বঙ্গ সরকার কৃষকদের কল্যাণের উদ্দেশ্যে সালে চালু করেছিল যা কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করে। কৃষি বিভাগ দ্বারা পরিচালিত এই প্রকল্পের মাধ্যমে, চাষযোগ্য জমির মালিক বছরের দুইটি সময় কৃষকরা প্রতি বছর ১০,০০০ টাকা বা এক একরের কম জমি থাকলে ৪,০০০ টাকা পেয়ে থাকেন। আধার সংযুক্তকরণ প্রক্রিয়া বর্তমানে এই প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ। আধার নম্বর সংযুক্ত না করলে কৃষকরা তাদের আর্থিক সহায়তা পেতে পারবে না। তাই,এদিন বুধবার সকাল ১০ টা থেকে ডায়মন্ড হারবার কৃষি বিভাগ সহ কৃষি অধিকর্তার করণ (কৃষি দপ্তরের )এ শেষ দিনে অনেক কৃষক তাদের আধার নম্বর সংযুক্ত করতে ভিড় করে।এই কারণে, কৃষি দপ্তরগুলিতে লম্বা লাইন দেখা যায় এবং কিছু কৃষক তাদের আধার নম্বর সংযুক্ত করতে না পেরে হতাশ হন। সরকারের উচিত এই সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণ করা। কৃষক বন্ধু প্রকল্প কি? সূত্রে খবর, পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা পরিচালিত কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ন প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প। অর্থাৎ এই প্রকল্প শুধুমাত্র কৃষকদেরকে দেওয়া হয়। পশ্চিমবঙ্গের যত কৃষক আছে সকলেই এই প্রকল্পে আবেদন করতে পারবে। তবে অবশ্যই এই প্রকল্পের কিছু নিয়মাবলী রয়েছে সেগুলো মানতে হবে সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র জমা করতে পারলেই এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। বর্তমানে কৃষকদেরকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে শুধুমাত্র ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, জমির খতিয়ান, মোবাইল নম্বর প্রয়োজন হয়। এই প্রকল্পে আবেদন করার সময়ে বা আবেদন জমা করার সময় লাইভ ফটো তোলা হয় তাই একটা পাসপোর্ট সাইজ ফটো দিতে হয়না।আবেদন করার পূর্বে অবশ্যই আপনার ব্যাংকঅ্যাকাউন্ট এর সঙ্গে আধার কার্ড লিংক ও সিডিং দুটোই করানো বাধ্যতামুলক নাহলে পরবর্তিতে সমস্যার সম্মুখীন হতে পারেন। ডায়মন্ড হারবার এ কৃষি দপ্তরে কৃষক তাদের আঁধার নাম্বার সংযুক্ত করতে এসে তারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রতি ভুয়সী প্রশংসা করে জান। তারা জানান রাজ্য সরকার একটার পর একটা প্রকল্প বাস্তবায়ন করছে সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষদের কথা ভেবে। যেটা অন্য রাজ্যে এতটা প্রকল্প নেই শুধু মাত্র আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দারা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *