নদিয়া, নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার কৃষ্ণনগরের কাঁঠালপোতার একটি বেসরকারি লজ থেকে পুলিশ আটক করে কিছু হিন্দিভাষী বহিরাগতকে, যারা সাধুসন্তের বেশে শহরের বিভিন্ন প্রান্তে ঘোরাফেরা করছিলেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল, এই ব্যক্তিরা গত কয়েকদিন ধরে সন্দেহজনকভাবে এলাকায় ঘোরাফেরা করছেন। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাদের থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। পরে অবশ্য প্রমাণের অভাবে তাদের ছেড়ে দেওয়া হয়।
কিন্তু আজ সকাল থেকেই কৃষ্ণনগর সোনাপট্টির একটি সোনার দোকানের সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, গতকাল ধৃত সেই ‘সাধু’-দের একজন হাতের তালু থেকে কিছু একটা জাদুকরের মতো কৌশলে তুলে মুখে পুরে গিলে ফেলছেন। ঘটনাটি দেখে সন্দেহ বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। অনেকের দাবি, এই ব্যক্তিরা শহরের সোনাপট্টিতে চুরির ষড়যন্ত্রে যুক্ত থাকতে পারে।
উল্লেখ্য, বিগত কয়েক বছরে রাজ্যের একাধিক চাঞ্চল্যকর ডাকাতি কাণ্ডে দেখা গিয়েছে ভিনরাজ্য থেকে আসা ‘ঘুরে বেড়ানো’ অপরাধীদের হাত। তাই স্বাভাবিকভাবেই এই ঘটনা ঘিরে শহরে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা আরও দাবি করছেন, পুলিশের উচিত এদের সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিয়ে ফের জিজ্ঞাসাবাদ করা। অন্যদিকে কিছু মানুষ বলছেন, শুধুমাত্র ভিডিও ফুটেজের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো উচিত নয়।
Leave a Reply