পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লকের এক নম্বর অঞ্চলের উত্তরবিল এলাকায় উত্তর বিল নিউ লাইট স্পোটিং ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়, জানা গিয়েছে এই রক্তদান শিবিরে এই দিন মহিলা ও পুরুষ মিলিয়ে প্রায় ১৩৬ জন রক্তদাতা রক্তদান করেন, এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেবাব্রত ঘোষ,অসীম ওঝা,গ্রাম পঞ্চায়েতের প্রধান হেলোয়াড় হোসেন খান,বদুরুদ্দিন গায়েন,শ্যামল বাজপায়ী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।
গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে উত্তরমিল নিউ লাইট স্পোর্টিং ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন,রক্ত দিলেন ১৩৬ জন ।

Leave a Reply