নিজস্ব সংবাদদাতা, মালদা,;— বাড়িতে কেউ না থাকাই বুধবার গভীর রাতে চুরির ঘটনা ঘটে মালদার ইংরেজ বাজার থানার কাজিগ্রাম পঞ্চায়েতের মজমাপুর এলাকায়। জানা যায় দ্বিজেন্দ্রনাথ মণ্ডলের বাড়িতে কেউ ছিল না, ছেলে ভিন রাজ্য করে, দ্বিজেন্দ্রনাথ তিনি তার আত্মীয় বাড়িতে ঘুরতে যান এই ফাঁকা করার সুযোগ বুঝে এই ফাঁকা ঘরের সুযোগ বুঝে দরজার তালা ভেঙে বাড়িতে ঢুকে আলমারি ভেঙ্গে টাকা সোনা নামিদামি সামগ্রী নিয়ে লুটপাট চালাই দুষ্কৃতীরা বলে অভিযোগ তার মেয়ের। তবে পুলিশকে মৌখিক ভাবে জানানো হয়েছে। অন্যদিকে গতকাল গ্রামে পাহারা দেওয়ার সময় চোর সন্ধেহে এক যুবককে ধরে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসী। এই ঘটনা মালদার ইংলিশ বাজার কাজীগ্রাম এলাকার ঘটনা। গতকাল রাতে কাজিগ্রাম পঞ্চায়েতের কর্মনিগ্রাম, জোতপৃথ্বী, কান্তনগর, বেশ কিছু এলাকায় ব্যাপক উত্তেজনা ছাড়াই। আতঙ্কে রয়েছে এলাকাবাসী। অন্যদিকে রাত পাহারা দেওয়ার সময় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত কাজিগ্রাম পঞ্চায়েতের হরিশপুরের চারজন পাহারাদার। ঝন্টু মন্ডল,বাপি মন্ডল, গোপাল মন্ডল সুজিত মন্ডল তারা সকলেই হাসপাতালে ভর্তি। এলাকা জুড়ে পুলিশি টহল চলছে।
বাড়িতে কেউ না থাকাই বুধবার গভীর রাতে চুরির ঘটনা ঘটে মালদার ইংরেজ বাজার থানার কাজিগ্রাম পঞ্চায়েতের মজমাপুর এলাকায়।

Leave a Reply