দশবছরের পরিণয় একটা সন্তান হলো না, তাই বলে ডির্ভোস দেবে? কি অপরাধ? সন্তান না হওয়াটা কারোর হাতে নয়- সবই ঈশ্বরের হাতে,
ঈশ্বর সন্তান দেয়ননি, তাই বলে ঈশ্বর ভক্তি বা আরাধনা ছেড়ে দিয়েছি কি? কই ঈশ্বরের সাথে তো অভিমান করতে পারছি না।
মনে করো দীর্ঘ কাণ্ডবিশিষ্ট একটা গাছ ফল দিতে না পারলেও ছায়া তো দিতে পারতাম তোমার ব্যাধি হলে সেবার কাজে লাগত।
তুমি কি করলে মূলদেশ কেটে ফেললে তার কোন চিহ্নই রাখলে না- মনে পড়ে আমাদের কত ভালোবাসা ছিলো, ব্যাথা পেলে বলতে তোমার খুব কষ্ট হচ্ছে না? আর এখন? অসহায়
গাছটি কেটে ছিন্নভিন্ন করলে, একবার ভাবলে না তারও হৃদয়ে কষ্ট আছে।
সত্যিই নারীরা লতানো গাছ ফুল ফল না হলে কেউ তাকে রাখেনা মূলোচ্ছেদ করে সম্পূর্ণ ধ্বংসসাধন করে।
ভালোবাসা আর মৃত্যু আমন্ত্রণ পরিত্যক্ত আগন্তুক, একজন মন নিয়ে গিয়ে নিজ ইচ্ছানুযায়ী আচরণ করে, কারোর কিছুই বলার থাকেনা,
আর একজন এসে নিয়ে যায় প্রাণ, এখাও কারোর কিছুই করার নেই সবই ভবিতব্য।
Leave a Reply