পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গত ১৮ই এপ্রিল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থেকে শ্রীনগরের উদ্দেশে বিমানে রওনা দিয়েছিলেন কোলাঘাটের বাসিন্দা, দেবলীনা রাজ পন্ডিত ও তার স্বামী অভিজিৎ ব্যানার্জি,জঙ্গি হামলার ১ ঘণ্টা পর, প্রায় চারটে নাগাদ ওই এলাকায় পৌঁছান ওই দম্পতি, উনারা যত পেহেলাগাঁওর দিকে এগোচ্ছিলেন ততো এম্বুলেন্স এবং মিলিটারির গাড়ির সংখ্যা বাড়ছিল, তখনো বুঝে উঠতে পারেনি হোটেল বন্দী হয়ে পড়তে হবে,উনারা ওখানে পৌঁছানোর পরে হোটেল বন্দী হয়ে পড়েন, তবে হোটেলের মালিকসহ এলাকার বাসিন্দারা যথেষ্ট সাহায্য করেন পর্যটকদের,
প্রথম দিন সোনমারগ, শ্রীনগর , গুরমারগ দেখে পেহেলগাঁওর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, পেহলেগাঁও তে দুদিন থাকার কথা ছিল, এই ঘটনার পরেই রাতারাতি প্লেনে করে ফিরে আসেন এই দম্পতি, প্রায় কুড়ি হাজার টাকা বেশি দিয়ে ফিরতে হয়েছে তাদের বলে জানিয়েছেন ওই দম্পতি,
তবে বাড়ি ফিরেও এখনো আতঙ্কে রয়েছেন তারা বলে জানিয়েছেন,তবে প্রায় ২৮ জনের এই গ্ৰুপের সবাই নিরাপদেই ফিরেছেন
কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গি হামলার পর বাড়ি ফিরেও আতঙ্কে কোলাঘাটের দম্পতি সহ পরিবার।

Leave a Reply