পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন কর্মীদের প্রাথমিক সদস্য পদ দেওয়ার শিবিরসংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা-৩ ব্লক সংগঠনের পক্ষ থেকে ব্লক সভাপতি ফটিক গরাই ও ব্লক কার্যকরী সভাপতি চন্দন ঘোষের উদ্যোগে শুক্রবার ব্লকের অধিনে ৮টি গ্রাম পঞ্চায়েতে কর্মরত সকল VCT অর্থাৎ পথঙ্গ বাহিত রোগজীবাণু নিরোধক কর্মীদের প্রাথমিক সদস্য পদ দেওয়ার শিবির অনুষ্টিত হলো গড়বেতা-৩ ব্লক অফিসে ।
আজকের ব্লক ফেডারেশন সংগঠনের কর্মসূচীতে উপস্থিতি ছিলেন গড়বেতা-৩ পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা,এইদিন VCT দের সদস্য ফরম দেওয়া হয় ,সাথে সাথে VCT রা ফরম পূরন করে আজকেই জমা দিয়ে গেলেন । সংগঠনের নিয়মনীতি মেনে কাজ করার প্রতিজ্ঞা করলেন সংগঠনের কর্মীরা । সংগঠন VCT দের পাশে থাকার আশ্বাস দেন ব্লক নেতৃত্ব চন্দন ঘোষ ।।
৮টি গ্রাম পঞ্চায়েতে কর্মরত সকল VCT অর্থাৎ পথঙ্গ বাহিত রোগজীবাণু নিরোধক কর্মীদের প্রাথমিক সদস্য পদ দেওয়ার শিবির BDO অফিসের সভাকক্ষে।

Leave a Reply