নদিয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়া জেলার শান্তিপুর থানার অন্তর্গত মানিকনগরে মানিকনগর তরুণ সংঘ ক্লাবের পরিচালনায় এবং মানিকনগর রানার সমবায় ফেরিঘাট এর সহযোগিতায় আজ বিকেল পাঁচটার সময় গ্যালারি উদ্বোধনের সাথে সাথে একটি মহিলা ফুটবল প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হলো। উদ্বোধন করেন শান্তিপুরের বিধায়ক ব্রজো কিশোর গোস্বামী। এছাড়াও ছিলেন বিডিও সন্দীপ ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিগণ। প্রথমেই বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী সকল খেলোয়াড়দের সাথে পরিচয় পর্ব সেরে নেন। ফুল দিয়ে উভয় দলের খেলোয়াড় দের শুভেচ্ছা জানানো হয়। আজ এখানে রঘু ফুটবল একাডেমি (কালনা) এবং মেমারি মহিলা ফুটবল একাডেমি এই দুটি দল খেলায় অংশগ্রহণ করে। রঘু একাদশ চ্যাম্পিয়ন হয়। উভয় দলের খেলোয়াড়দের জার্সি এবং ট্রফি দেওয়া হয়। বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী আজ এখানে এসে বলেন ভৌগোলিক অবস্থানগত কারণে ভাগীরথীর পাড়ে প্রত্যন্ত একটি গ্রাম মানিকনগর। তিনি বলেন অনেকের অভিযোগ থাকার পরেও বিধায়ক হবার পর আজ পর্যন্ত ১৫ বার তিনি এখানে এসেছেন এবং সকলের সাথে মিলিত হয়েছেন। তিনি আরো বলেন মানিক নগরের সাথে তার আত্মিক যোগাযোগ তৈরি হয়ে গেছে। তিনি মানিক নগরে যথাসাধ্য উন্নয়ন করার চেষ্টা করেছেন। রাস্তাঘাট থেকে শুরু করে স্বাস্থ্য কেন্দ্র থেকে গ্যালারি সবকিছুই করার চেষ্টা করেছেন। প্রায় এক কোটি টাকা মানিক নগরের উন্নয়নের জন্য খরচ করেছেন। তিনি এও বলেন মানিক নগরের মানুষ যদি আবার তাকে আনেন তিনি উন্নয়নের ধারা অব্যাহত রেখে যা কিছু বাকি আছে তা করে দেবার চেষ্টা করবেন। দীর্ঘদিনের প্রতীক্ষিত গ্যালারি উদ্বোধন হওয়ায় খুশি মানিক নগরবাসি।
মানিক নগরে গ্যালারি উদ্বোধন সহ অনুষ্ঠিত হলো একটি মহিলা ফুটবল প্রদর্শনী ম্যাচ – উদ্বোধক শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী।

Leave a Reply