নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- মাধ্যমিক পরীক্ষায় নজরকাড়া ফল করল জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের ছাত্র প্রিয়াংশু গুহ। তার প্রাপ্ত নম্বর ৬৪৬। তার এই সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি তার পরিবার এবং শিক্ষক-শিক্ষিকারা। জানা গিয়েছে, ফালাকাটা ব্লকের জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের ছাত্র প্রিয়াংশু-র বাড়ি জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের হেদায়েতনগর সুকান্ত পল্লী এলাকায়। বাবা সুব্রত গুহ ব্যবসায়ী এবং মা পার্বতী মিত্র গুহ গৃহবধূ। বাবা-মায়ের একমাত্র সন্তান প্রিয়াংশু। পড়াশুনার পাশাপাশি তবলা ও ছবি আঁকতে ভালোবাসে প্রিয়াংশু। স্কুল ছাড়াও ৫ জন গৃহশিক্ষকের কাছে সে পড়েছে। এদিকে মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হতেই খুশি গোটা গুহ পরিবার। এদিন প্রিয়াংশু জানায়, ফল আরো ভালো হত তবুও খুশি। আগামী দিনে আরো ভালো ফল করতে পারবে বলে আত্মবিশ্বাসী প্রিয়াংশু।
মাধ্যমিক পরীক্ষায় নজরকাড়া ফল করল জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের ছাত্র প্রিয়াংশু গুহ।

Leave a Reply