অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রম যে দারিদ্র্যকেও হার মানাতে পারে, তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো চোপড়ার ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের কোটগছ এলাকার বাসিন্দা সুকান্ত রায়।

উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রম যে দারিদ্র্যকেও হার মানাতে পারে, তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো চোপড়ার ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের কোটগছ এলাকার বাসিন্দা সুকান্ত রায়। রিকশাচালক বাবার অভাবের সংসার, প্রতিকূলতাকে সঙ্গী করে সুকান্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। সে ইসলামপুর হাই স্কুলের ছাত্র । মোট ৫০০ নম্বরের মধ্যে ৪৫২ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে, যা তার পরিবার এবং স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের মুখে হাসি ফুটিয়েছে। দিনের পর দিন বাবা সুভাষ রায়কে রিকশা চালাতে দেখেছে সুকান্ত। দারিদ্র্য তাকে স্বপ্ন দেখা থেকে আটকাতে পারেনি। বরং, কঠিন জীবনসংগ্রাম তাকে আরও দৃঢ়প্রতিজ্ঞ করেছে। পড়াশোনার প্রতি তার একাগ্রতা ছিল চোখে পড়ার মতো। সুকান্তের ভবিষ্যৎ স্বপ্ন NEET (National Eligibility cum Entrance Test) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ডাক্তার হওয়া। উচ্চ মাধ্যমিকের এই সাফল্যের পর সুকান্ত এখন NEET-এর প্রস্তুতি শুরু করতে চায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *