হাসিমারা, নিজস্ব সংবাদদাতা:- বায়ু সেনার নির্দেশে হাসিমারা এলাকায় নাগরিকদের সচেতন করতে লাইট আউট মহড়া। এদিন সন্ধ্যা নাগাদ এলাকার সমস্ত লাইট বন্ধ করে মহড়ায় অংশ নিলেন এলাকার বাসিন্দারা। জানাগেছে এদিন হাসিমারা বায়ুসেনার তরফ থেকে স্থানীয় ব্যবসায়ী সমিতি, রেল দপ্তর এবং এলাকার জনপ্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক আয়োজিত হয়। সেই বৈঠকে তাদের মহড়ার বিষয়ে জানানো হয়। আচমকা ঘন ঘন সাইরেন বাজিয়ে লাইট অফ করলে সাধারণ নাগরিকরা যেন আতঙ্কিত না হন সেই বিষয়ে তাদের অবগত করার নির্দেশ দেয় বায়ু সেনা। সেই নির্দেশ মত এদিন সন্ধ্যা নাগাদ হাসিমারা বায়ু সেনা সংলগ্ন এলাকায় আচমকাই লাইট বন্ধ হয়ে যায়। তার সঙ্গে ঘন ঘন সাইরেন বাজানো হয়। ঠিক সেই সময় বায়ু সেনার নির্দেশে মত স্থানীয় ব্যবসায়ী সমিতির সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে যুদ্ধকালীন তৎপরতার বিষয়ে সচেতনতা লিফলেট বিলি করেন। সেই লিপ্লেটে দিনে অথবা রাতে যেকোন সময় জরুরী তৎপরতায় এলাকায় ঘন ঘন সাইরেন বাজলে এলাকার বাসিন্দারা কি করবেন সেই বিষয়ে একাধিক নির্দেশ উল্লেখ করা রয়েছে। তার পাশাপাশি যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হলে স্থানীয়রা নিজেদের এবং এলাকাবাসীদের কিভাবে সুরক্ষিত রাখবেন সেই সমস্ত বিষয়েও একাধিক নির্দেশ দেওয়া হয়েছে ওই লিফলেটে।
বায়ু সেনার নির্দেশে হাসিমারা এলাকায় নাগরিকদের সচেতন করতে লাইট আউট মহড়া।

Leave a Reply