উত্তর ২৪পরগণা,নিজস্ব সংবাদদাতা:- কথায় বলে, ইচ্ছা থাকলে উপায় হয় । এই চিরন্তন সত্য বাণীকে সামনে রেখেই শ্রমিকের ছেলে উচ্চমাধ্যমিকে বিরানব্বই শতাংশ নাম্বার পেয়ে তাক লাগিয়ে দিল দাসপাড়ার ডংরাগোছ এলাকায়। 2025 সালে দাসপাড়া উচ্চ বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করেন করিমুল ইসলাম । তার প্রাপ্ত নং ৫০০ এর মধ্যে ৪৬২ । ৯২.৪% নং পেয়ে করিমুল ইসলাম অসাধারণ সুনাম অর্জন করলেন চোপড়ার দাসপাড়া এলাকায়। তার এই অসাধারণ কৃতিত্বে খুশি স্কুল কর্তৃপক্ষ ও তার পরিবার। জানা যায় করিমুল ইসলামের পিতা সেরাজুল ইসলাম অন্যের চা বাগানে কাজ করেন শ্রমিক হিসেবে। সামান্য পয়সা অর্জন করেই সংসার চলে তাদের। তবে পিতা সেরাজুল ইসলাম জানিয়েছেন যতই অন্যের বাড়িতে কাজ করি শ্রমিক হিসেবে, তবে বেটাকে পড়াশুনায় মনোযোগ দেওয়ার কথাই বলেছিলাম। সেই মোতাবেক ছেলে সময়কে কাজে লাগিয়ে অসাধারণ রেজাল্ট করলেন। করিমুল ইসলামের এই বিশাল সাফল্যে ডংরাগছ এলাকায় খুশির বান। এদিকে তার মা ও বাবার পাশাপাশি তার দাদু যথেষ্ট খুশি নাতির এই অসাধারণ কৃতিত্বে ।
শ্রমিকের ছেলে উচ্চমাধ্যমিকে বিরানব্বই শতাংশ নাম্বার পেয়ে তাক লাগিয়ে দিল দাসপাড়ার ডংরাগোছ এলাকায়।

Leave a Reply