উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- রাজ্য রাজনীতিতে ফের একবার তৃণমূল কংগ্রেসের দিকে জনভিত্তি সরার ইঙ্গিত মিলল উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর বিধানসভা কেন্দ্রে। আজ লোধন এলাকায় অনুষ্ঠিত একটি যোগদান সভায় জাতীয় কংগ্রেস ও সিপিআইএম ছাড়াও একাধিক রাজনৈতিক দল থেকে শতাধিক কর্মী আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
এই গুরুত্বপূর্ণ যোগদান সভার আয়োজক ছিল লোধন তৃণমূল কংগ্রেস কমিটি। সভায় উপস্থিত ছিলেন গোয়ালপোখর বিধানসভার বিধায়ক ও পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী গোলাম রব্বানী।
মন্ত্রী রব্বানী বলেন, “আজকের সভায় কংগ্রেস, বামফ্রন্ট এবং অন্যান্য দল ত্যাগ করে কয়েকশো কর্মী আমাদের দলে যোগ দিয়েছেন। আমরা তাদের উষ্ণ স্বাগত জানাচ্ছি। এই যোগদান প্রমাণ করে মানুষ আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গী হতে চাইছেন।”
নব-যোগদানকারীরাও জানান, তাঁরা মমতা দিদির উন্নয়নমূলক প্রকল্প ও রাজ্যের সামগ্রিক অগ্রগতিতে আস্থা রেখেই তৃণমূলের পতাকা তুলে নিয়েছেন।
স্থানীয় পর্যবেক্ষকদের মতে, এই যোগদান সভা শুধু সংখ্যা নয়, ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণে বড় ভূমিকা নিতে পারে গোয়ালপোখর বিধানসভায়।
Leave a Reply