উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:– ইসলামপুরের রাস্তা না হলে ভোট বয়কট করতে বাধ্য হব বলছে সাগরদিঘির ইসলামপুরের সাধারণ মানুষ। কারণ রাজনৈতিক মহলের সাগরদিঘির বিধায়ক বাইরণ বিশ্বাস থেকে শুরু করে জঙ্গিপুরের সংসদ খলিলুর রহমান সাগরদিঘী পঞ্চায়েত সমিতির সভাপতি মশিউর রহমান সকলেই এই রাস্তা পরিদর্শন করে গেছে আশ্বাস দিয়েছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি। তাই সাগরদিঘির পাটকেলডাঙ্গা অঞ্চলের ইসলামপুরের গঙ্গা তীরের রাস্তা নিয়ে বিক্ষোভ মন্তব্য করল গ্রামবাসী। গ্রামবাসীর দাবি দীর্ঘ দিন ধরে এই রাস্তা বেহাল অবস্থা ও ভগ্নদশায় পড়ে রয়েছে, সাধারণ মানুষ যাতায়াত করতে পারে না, টোটো থেকে প্যাসেঞ্জার নামিয়ে টোটো পার করে তারপর আবার প্যাসেঞ্জার চাপিয়ে নিয়ে যায় এই রাস্তাতে। কয়েকবার বড়সড় দুর্ঘটনা ঘটেছে এই রাস্তায়। গ্রামবাসী দাবি আমরা প্রত্যেকটি রাজনৈতিক মহলে এই বিষয়ে জানিয়েছি তবে কোনো পদক্ষেপ নেয়নি, এরপরেও যদি এই রাস্তা নির্মাণ না হয় তাহলে আমরা ভোট বয়কটে নামতে বাধ্য হব, বলে জানাচ্ছে ইসলামপুরের গ্রামবাসি।
ইসলামপুরের রাস্তা না হলে ভোট বয়কট করতে বাধ্য হব বলছে সাগরদিঘির ইসলামপুরের সাধারণ মানুষ।

Leave a Reply