উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- উত্তর দিনাজপুর জেলার নবনিযুক্ত বিজেপি জেলা সভাপতি শ্রীনিমাই কবিরাজ মহাশয়ের প্রথম প্রবাস তার সাথে জেলার প্রাক্তন সভাপতিগণ ও অন্যান্য নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন এই সাংগঠনিক আলোচনা চক্রে। প্রবাস কালে ইসলামপুর বিধানসভার অন্তর্গত সকল কার্যকর্তাদের সাথে পরিচয় পর্ব ও সাংগঠনিক আলোচনা উক্ত প্রবাস কার্যক্রমে ইসলামপুর বিধানসভার ১,২,৩ ও ৪ নং মন্ডলের সকল কার্যকর্তারা উপস্থিত ছিলেন এই সাংগঠনিক আলোচনা চক্রে।
নবনিযুক্ত জেলা সভাপতি নিমাই কবিরাজ মহাশয় প্রথমে চাকুলিয়া এরপর গোয়ালপোখোর ও সবশেষে ইসলামপুরে গীতা ভবনে আজকের এই সাংগঠনিক আলোচনা চক্র সম্পন্ন করেন।
উক্ত সাংগঠনিক আলোচনা চক্রে উপস্থিত ছিলেন
মন্ডলের পদ অধিকারীগণ, শক্তি কেন্দ্রের প্রমুখ, বুথ সভাপতিগণ । এছাড়া উপস্থিত ছিলেন মন্ডলে অবস্থিত জেলা ও রাজ্যের পদ অধিকারীগন ,প্রাক্তন মন্ডল সভাপতিগণ ,পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার ও পৌরসভার কাউন্সিলরগণ।
উত্তর দিনাজপুর জেলার নবনিযুক্ত বিজেপি জেলা সভাপতি শ্রীনিমাই কবিরাজ মহাশয়ের প্রথম প্রবাস।

Leave a Reply