পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- এলাকার আবর্জনা পরিষ্কার করতে ব্রত নেওয়া সনত মন্ডল বৃহস্পতিবার কালনা মহাকুমা শাসক দপ্তর চত্বর ও আদালত চত্বর আবর্জনা সাফাই করেন। পূর্বস্থলীর ধারা পাড়ার এই ব্যক্তি বিনা পারিশ্রমিকে আবর্জনা পরিষ্কারের কাজ করে চলেছেন বেশ কয়েক বছর ধরে। তার বক্তব্য– পরিবেশ দূষণ রুখতে আবর্জনা অতি অবশ্যই পরিষ্কার করা একান্ত জরুরী। আর আমি বড় হয়ে সমাজসেবা করব এটা আমার জীবনের লক্ষ্য ছিল। সেই লক্ষ্যকে সামনে রেখে আমি ১১-১২ বছর ধরে বিনা পারিশ্রমিকে এই আবর্জনা পরিষ্কারের কাজ করে চলেছি। আমি জানি পরিবেশের সাথে মিলেমিশে মানুষ বা অপরাপর প্রাণীর জীবনের বিকাশ ঘটে। তারা নিজ নিজ পরিবেশ থেকেই বাঁচার উপকরণ সংগ্রহ করে। সেসব উপকরণ থেকে প্রয়োজনীয় অংশ ব্যবহারের পর পরিত্যক্ত অংশ রাস্তাঘাটে ফেলে দেওয়া হয়। সেখান থেকেই শুরু হয়ে যায় পরিবেশ দূষণ। এটা সাফাই না করলে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হয়। তার ফলে মানুষ বিভিন্ন রোগের আক্রান্ত হয়। আমার একটাই আহ্বান– এলাকায় আবর্জনা জমতে দেবেন না। আবর্জনা পরিষ্কার করে পরিবেশের ভারসাম্য বজায় রাখুন।
পরিবেশকে দূষণমুক্ত রাখতে বিনা পারিশ্রমিকে নিরলস ভাবে এলাকার আবর্জনা পরিষ্কার করে চলেছেন সনত মন্ডল।

Leave a Reply