হূগলী, নিজস্ব সংবাদদাতা:- প্রয়াত হলেন হুগলী জেলার বিশিষ্ট চিকিৎক ডাক্তার এ. কে. দেবরায়।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তার মৃত্যুতে শোকের ছায়া সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসক মহলের একাংশের মধ্যে। বিনা মূল্যে গরবের চিকিৎসা করার জন্যে উত্তরপাড়া ও ডানকুনি এলাকায় তাকে অনেকেই গরিবের রবিনহুড নাম দিয়েছিলেন। আজ তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন।
প্রয়াত হলেন হুগলী জেলার বিশিষ্ট চিকিৎক ডাক্তার এ. কে. দেবরায়।

Leave a Reply