হলদিয়ার সোয়াদিঘী খাল সংস্কারের কাজ খতিয়ে দেখতে এলাকা পরিদর্শন করলেন জেলাশাসক সহ অন্যান্য আধিকারিকেরা।

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ- পূর্ব মেদিনীপুর জেলার তমলুক মহকুমার গুরুত্বপূর্ণ প্রায় ২১ কিমি দীর্ঘ সোয়াদিঘী খাল। কোলাঘাট,পাঁশকুড়া,শহীদ মাতঙ্গিনী ব্লকের বিস্তীর্ণ অংশের বর্ষার জলনিকাশীর একমাত্র মাধ্যম। এছাড়াও বোরো মরশুমে রূপনারায়ন নদের জোয়ার জলে ওই খালের মাধ্যমে উপরোক্ত ব্লকগুলির বিস্তীর্ণ চাষযোগ্য জমিতে ধান-পান-ফুল-মাছচাষ হয়ে থাকে। ওই খালের সঙ্গে যুক্ত রয়েছে কামিনা,জঁফুলি,জয়গোপাল ও মুড়াইল খাল নামে আরো চারটি শাখা খাল। দীর্ঘ ১২ বছর খালগুলি সংস্কার না হওয়ার কারণে বিগত চার/পাঁচ বছর ধরে এলাকায় বর্ষার সময় কয়েক’শ হেক্টর জমিতে আমনধানের চাষ বন্ধ। মাঝেমধ্যেই কাল থেকে জল উপচে এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মজে যাওয়া খাল গুলি সংস্কারের টেন্ডারের মাধ্যমে কাজ শুরু হয়। তবে দীর্ঘদিন কাজ শুরু হলেও কাজের গতি ধীর গতি হওয়ায় শনিবার এলাকায় কাজ পরিদর্শনে যান পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু মাজী সহ অন্যান্য আধিকারিকেরা। সেখানেই ঠিকাদারদের প্রয়োজনে মেশিনের সংখ্যা বাড়িয়ে দ্রুত খাল সংস্কারের কাজ শেষ করার নির্দেশ দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *