জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- অপারেশন সিঁদুরের সাফল্যে বীর ভারতীয় সেনাবাহিনী-কে অভিনন্দন জানিয়ে জলপাইগুড়ি জেলার বানারহাট এ হাজার হাজার বিজেপি কর্মীসমর্থক এবং দেশপ্রেমীদের সঙ্গে হাতে জাতীয় পতাকা নিয়ে উত্তরবঙ্গের রাজপথে বিশাল তেরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করার পর ভারতীয় বীর সেনাবাহিনী ও যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জীকে ধন্যবাদ জানিয়ে জলপাইগুড়ি জেলা বিজেপির ডাকে ধন্যবাদ জ্ঞাপন সভায় অংশগ্রহণ করে বহু মূল্যবান বক্তব্য রাখলেন পশ্চিমবঙ্গ বিধানসভার প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বাগডোগরা এয়ারপোর্টে নেমে সড়কপথে ধুপগুড়ি হয়ে বানারহাটের ফুটবল ময়দানে সামিল হন রাজ্যের বিরোধী দলনেতা। এরপর ফুটবল ময়দান থেকে চামুর্চি গামী সড়ক ধরে বানারহাট এলআরপি মোড় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার পদযাত্রায় শামিল হন তিনি। প্রযাত্রা শেষে ধন্যবাদ জ্ঞাপন সভায় জেলার একাধিক সাংসদ বিধায়কদের নিয়ে ধূপগুড়ির একসময়ের বরিষ্ঠ দাপটে সিপিআইএমের নেতা ঈশ্বর রায় কে দলীয় পতাকা হাতে তুলে দিয়ে বিজেপিতে যোগদান করেন। উত্তরবঙ্গের লোকসংস্কৃতির সঙ্গে যুক্ত ঈশ্বর রায় এদিন শুভেন্দুর উপস্থিতিতে দেশমাতার উদ্দেশ্যে গান গায়ে সকলকে মুগ্ধ করে তোলেন। এরপর সোজা সড়ক পথ হয়ে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেন।
বানারহাটে তিরঙ্গা যাত্রায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুভেন্দুর হাত ধরে ধুপগুড়ি র ঈশ্বর সিপিআইএম ছেড়ে বিজেপিতে।

Leave a Reply