উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- রাস্তায় নোংড়া আবর্জনা ফেললে দিতে হবে ফাইন, হতে পারে গ্রেফতারীও। ব্যবসায়ীদের উদ্যেশ্যে ইসলামপুরের বিডিও দীপান্বিতা বর্মনের সাফ হুশিয়ারী। সোমবার ইসলামপুরের বিডিও দীপান্বিতা বর্মন, জয়েন্ট বিডিও, ইসলামপুর থানার পুলিশ, গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য মনজুর সাহেব, বাজার কমিটি মিলিয়ে সবার উপস্থিতিতে গুঞ্জরিয়া বাজারে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করতে রীতিমতো অভিযান চালানো হয়। একদিকে যেমন ব্যবসায়ীদের থেকে কালো প্লাস্টিক ক্যারী ব্যাগ বাজেয়াপ্ত করা হয় এবং বিকল্প ক্যারী ব্যাগ প্রদান করা হয় ও কাগজের প্যাকেট ব্যবহারের নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে নোংড়া আবর্জনা ফেলার জন্য বালতি দেওয়া হয়। প্রতিদিন সকালে আসা ময়লার গাড়িতে জমানো নোংড়া আবর্জনা ফেলার সমস্ত ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়। রাস্তায় বা এলাকায় নোংড়া আবর্জনা ফেললে তা যে কড়া হাতে ব্যবস্থা নেওয়া হবে সেবিষয় এদিন সাফ জানিয়ে দিয়েছেন ইসলামপুরের বিডিও দীপান্বিতা বর্মন।
রাস্তায় নোংড়া আবর্জনা ফেললে দিতে হবে ফাইন, হতে পারে গ্রেফতারীও। ব্যবসায়ীদের উদ্যেশ্যে ইসলামপুরের বিডিও দীপান্বিতা বর্মনের সাফ হুশিয়ারী।

Leave a Reply