নিজস্ব সংবাদদাতা, মালদা:- অতি শীঘ্রই শুরু হতে চলেছে রিদেম রং ইন্টার স্কুল সিজন টু। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন রিদেম রং সিজন টুয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সুমিত গাঙ্গুলী মহাশয়। আজ ইংরেজবাজার শহরের একটি বেসরকারি হোটেলে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা সুমিত গাঙ্গুলী, রিদিম রং এর এডমিন প্রিয়াঙ্কা ইয়াসমিন বিশিষ্ট অতিথি। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ আরো অনেকে। এদিন অভিনেতা সুমিত গাঙ্গুলী জানান গত বছরের মত এ বছরও রিদিম রং সিজন ২ খুব শীঘ্রই আসতে চলেছে গত বছরে প্রতিটা স্কুল থেকে আমরা ভালো সাড়া পেয়েছিলাম এবারও ভালো সাড়া পাবো বলে আশা রাখছি। জুলাই আগস্ট এই দুই মাস ধরে মালদা জেলা জুড়ে অডিশন চলবে। আমরা প্রতিটি স্কুলের গিয়ে অডিশনের বিষয় প্রিন্সিপালদের সঙ্গে কথা বলছি। এবং তারা সকল ছাত্র-ছাত্রীদের অডিশনের বিষয়টি জানাচ্ছেন প্রতিটি স্কুলে স্কুলে গিয়ে অডিশন নেওয়া হবে আপাতত মালদা জেলা থেকে পথচলা শুরু আগামী দিনে শিলিগুড়িতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এবং বিগত বছরের মত এ বছরও ভালো সাড়া পাবো বলে আশা রাখছি।
অতি শীঘ্রই শুরু হতে চলেছে রিদেম রং ইন্টার স্কুল সিজন টু।

Leave a Reply