শিলিগুড়ি, নিজস্ব সংবাদদাতা:– শিলিগুড়ি মালদাগামী ডেমু ট্রেনে আগুন। আগুন ধরে যায় ট্রেনের পিছনের ইঞ্জিনে। জরুরী তৎপরতায় চালককে ফোন গার্ডের। থামিয়ে দেওয়া হয় ট্রেন। গাইসালে নর্থ কেবিনের কাছে দুর্ঘটনা। দমকলবাহিনী পৌঁছে আগুন নিয়ন্তন্ত্রনে আানার কাজ চালাচ্ছে। গুঞ্জরিয়ায় আটকে দেওয়া হয় রাজধানী এক্সপ্রেস
শিলিগুড়ি মালদাগামী ডেমু ট্রেনে আগুন, আগুন ধরে যায় ট্রেনের পিছনের ইঞ্জিনে।

Leave a Reply