
পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ঘনিয়ে আসছে শক্তি সমুদ্র উপকূলবর্তী এলাকায় ঝড় শক্তি আস্তে আস্তে করে এগোচ্ছে, সন্ধ্যা থেকে ঘনীভূত মেঘ সঙ্গে বৃষ্টি এবং বাতাস বইছে দীঘা থেকে শংকরপুর মান্দারমনি থেকে তাজপুর সেই কারণে পর্যটক অপরদিকে মৎস্যজীবীদের সতর্ক বার্তা দিলেন রামনগর ব্লক প্রশাসন রামনগর এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ স্যার জানান পর্যটকদের জন্য সতর্কবার্তা দেওয়া হচ্ছে সমুদ্রে যেন না নামে এবং বাতাস বৃষ্টি হলে হোটেল থেকে না বেরোনো সঙ্গে মৎস্যজীবীদের সমুদ্রে নৌকা এবং ট্রলার নিয়ে না যাওয়ার বার্তা দিলেন কোন কিছু অসুবিধা হবে না বলে নিতাইবাবু জানান সব রকম ব্যবস্থার নেওয়া হচ্ছে ব্লক প্রশাসন তরফ থেকে।












Leave a Reply