নিজস্ব সংবাদদাতা, মালদা—–কয়েক কোটি টাকার ব্রাউন উদ্ধারে বড়সড় সাফল্য পেল মালদার গাজোল থানার পুলিশ। গাজোলের পান্ডুয়া ১২নং জাতীয় সড়কে একটি লরির কেবিন থেকে উদ্ধার করল বিপুল পরিমাণ ব্রাউন সুগার। ঘটনায় লরির চালককে পাকড়াও করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত লরি চালকের নাম ফিরোজ মোমিন। বয়স ৩২ বছর। বাড়ি মালদার কালিয়াচকের কালিকাপুর ঠাকুরপাড়া এলাকায়। বুধবার সে আসাম থেকে পাথর বোঝাই ১৬ চাকার লরি নিয়ে বর্ধমানের দুর্গাপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। ওই সময় গাজোল থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে পান্ডুয়া ১২নং জাতীয় সড়কে জাল বিছায়। পুলিশের সেই জালে ধরা পড়ে লরি চালক। এরপর চালকের কেবিনের সিটের নিচ থেকে একটি পিঠ ব্যাগ উদ্ধার হয়। সেই ব্যাগ খুলতেই ব্যাগের মধ্যে একাধিক কালো ক্যারিবাগের মধ্যে নিষিদ্ধ মাদক ব্রাউন সুগারের হদিশ মেলে। ঘটনায় ব্যাগ থেকে মোট ৫ কেজি ৬০৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয় বলে খবর। যার আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা। এই মাদক পাচারে জড়িত সন্দেহে পুলিশ লরি চালককে গ্রেপ্তার করে। পাশাপাশি এই ঘটনায় আর কেউ বা কারা জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে।
কয়েক কোটি টাকার ব্রাউন উদ্ধারে বড়সড় সাফল্য পেল মালদার গাজোল থানার পুলিশ।

Leave a Reply