উত্তর ২৪পরগণা, নিজস্ব সংবাদদাতা:- কিছুদিন আগেই ভেজাল ডিম নিয়ে চারিপাশে যেভাবে রব উঠেছিল এবার তা বাস্তবায়িত হল কাঁচরাপাড়ায় ব্যবসায়ী রাধেশ্যাম সাউ কালুয়া বাড়ির জন্য মন্ডল বাজার থেকে ডিম কেনে বাড়িতে এসে সিদ্ধ করতেই দিন প্লাস্টিক এর মত শক্ত হয়ে যায় এরপরেই আতঙ্কের মধ্যে পরিবার পরে বিষয়টি বাজার কমিটিকে জানানো হয় যাতে এইসব জিনিস সমাজের মধ্যে না আসে।
কাঁচরাপাড়ায় ভেজাল ডিম আতঙ্কে সাউ পরিবার।

Leave a Reply