উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার অন্তরগত কুন্ডারগাঁও গ্রামের মৌসুমী মন্ডল বয়স প্রায় ১৯ বছর বিগত তিন বছর আগে নিখোঁজ হয়ে যায়,শুরু হয় পরিবারের থেকে খোঁজাখুজি, অনেক খোঁজাখুঁজির পরও কোনো খোঁজ না মেলায়,অবশেষে মেয়েকে খুঁজে পেতে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরিবারের লোকজন, কেটে গেছে তিনটি বছর, বুকভরা ব্যথা নিয়ে মা বাবা ঘোর আসায় বসে ছিলেন, মেয়েকে হয়তো একদিন খুঁজে পাবেন। সেই আসা যেন আজ শেষ হলো ইসলামপুর থানায় নিখোঁজের করা লিখিত অভিযোগের ভিত্তিতে রাজ্যের প্রতিটি থানায় ছবিসহ বিস্তারিত পাঠায়, সেই মোতাবেক আজ সন্ধ্যা নাগাদ নজরে আসে মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জ থানার কর্মকর্তাদের।
উদ্ধার করা হলো মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জের ব্যালাসরেন মোড় থেকে, যাবতীয় বিষয় যাচায় করে সামসেরগঞ্জ থানা যোগাযোগ করে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানায়,খবর দেওয়ায় হয় পরিবারের লোকজনদের তড়িঘড়ি মৌসুমী মন্ডলের মা সহ পরিবারের সদস্যরা গাড়ি করে আজ গভীর রাতেই মেয়েকে নিতে আসেন সামসেরগঞ্জ থানায়। মা মেয়েসহ বাকি পরিবারের লোকজনকে পেয়ে উভয় বেশ আনন্দিত, মেয়েকে ফিরে পেয়ে সামসেরগঞ্জ থানার প্রশংসায় পঞ্চমুখ পরিবারের লোকজন, আপনাদের জানিয়ে রাখি বিগত দিনে এ এস আই সন্তোষ হালদার ও এস আই মোহাম্মদ ইনসান বাবুর নেতৃত্বে সামসেরগঞ্জ থানা এহেন কাজ করে প্রশংসা কুড়িয়েছে সাধারণ মানুষের।
নিখোজ মেয়েকে ফিরে পেয়ে সামসেরগঞ্জ থানার প্রশংসায় পঞ্চমুখ পরিবারের লোকজন।

Leave a Reply