পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- অপারেশন সিঁন্দুরের সাফল্যে তিরঙ্গা যাত্রা পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে। ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানাতে তিরঙ্গা যাত্রায় উপস্থিত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এইদিন তমলুকের মানিকতলা মোড় থেকে হাসপাতাল মোড়ের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে অপারেশন সিঁন্দুরের সাফল্যের তিরঙ্গা যাত্রা শেষ হয়। তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে বিশাল ভারতীয় তিরঙ্গা পতাকা নিয়ে হাঁটছে ভারতের জনতা পার্টির কর্মী সমর্থকরা। পেছনের সারিতে জাতীয় পতাকা হাতে ভারতের জনতা পার্টির কর্মী সমর্থকরা। পরিশেষে এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে পুলিশের তোলা তোলার ভিডিও প্রকাশ নিয়ে পুলিশ মন্ত্রী প্রথম মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ইতিমধ্যেই পুলিশের তোলা তোলা নিয়ে এক মহিলা কি ভাবে এক সিভিক ভলেন্টিয়ার সহ পুলিশের এক কর্মীকে তুলোধোনা করছে সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সেই বিষয় নিয়ে শুভেন্দু অধিকারী বলেন এতে পুলিশের ইমেজ নষ্ট হচ্ছে।
পুলিশের তোলা তোলার বিভিন্ন ভিডিও প্রকাশ নিয়ে তিরঙ্গা যাত্রায় সামিল হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি বিরোধী দলনেতা ।

Leave a Reply