AIDSO মেদিনীপুর কলেজ ইউনিট এর পক্ষ থেকে মাননীয় TIC স্যারের কাছে কয়েক দফা দাবি নিয়ে ডেপুটেশন।

মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- AIDSO মেদিনীপুর কলেজ ইউনিট এর পক্ষ থেকে মাননীয় TIC স্যারের কাছে কয়েক দফা দাবি নিয়ে ডেপুটেশন দেওয়া হয় বৃহস্পতিবার কলেজের অভ্যন্তরীন বিভিন্ন সমস্যা নিয়ে।
ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরে বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে। লাইব্রেরীতে বই অভাব, গ্রীষ্মকালীন পরিস্থিতিতে প্রয়োজনীয় ঠান্ডা পানীয় জলের অভাব সহ চার বছরের ডিগ্রী কোর্সর চালু করার মধ্য দিয়ে AEC,MDC,VAC,IDM এই সমস্ত ক্লাস গুলোর ক্লাসরুমের অভাব এবং UG প্রথম সেমিস্টারের পরীক্ষা হয়েছে দীর্ঘদিন হয়ে যাওয়ার পরও এখন রেজাল্ট বের হচ্ছে না। ফলে ছাত্র-ছাত্রীরা উদ্বেগের মধ্যে রয়েছে। এই পরিস্থিতিতে আমরা দায়িত্বশীল ছাত্র সংগঠন হিসেবে ১৩ দফা দাবি নিয়ে আজকে কলেজে ডেপুটেশন দেওয়া হয়। পাশাপাশি দীর্ঘদিন ধরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় গুলিতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রেখে রাজ্যের শাসকদলের মদতপুষ্ট গুন্ডাবাহিনী যেভাবে গুন্ডারাজ চালাচ্ছে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে তার প্রমাণ আমরা দেখতে পেলাম,গত ১৯শে মে AIDSO ডাকা সারা বাংলা ছাত্র ধর্মঘটের পরের দিন ২০ মে কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় থেকে TMCP দুষ্কৃতী বাহিনী ছাত্র সংগঠন AIDSO কর্মীকে তুলে নিয়ে গিয়ে তাদের ইউনিয়ন রুমে নিয়ে অকথ্যভাবে অত্যাচার করে গালিগালাজ করে ব্যাপক মারধর করে সে কোচবিহার মেডিকেল কলেজ এখন চিকিৎসাধীন। আমরা ছাত্র সংগঠন এই AIDSO এর পক্ষ থেকে এই ঘটনাকে ধিক্কার জানিয়ে গোটা রাজ্যের কলেজে বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র কাউন্সিল নয় অবিলম্বে গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবী করছি এবং অবিলম্বে এরকম ঘটনার সাথে জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *