জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার প্রশাসনিক সভা থেকে হুঁশিয়ারি দিয়েছেন অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ করতে পাশাপাশি গ্রামের রাস্তা দিয়ে ওভারলোডিং গাড়ির দৌলাত্ব কমাতে পুলিশ প্রশাসনকে।। উত্তরবঙ্গ সফরে এসে শিলিগুড়ি প্রশাসনিক সভা থেকেও রাজ্যের ডিজিকে করা হুশিয়ার দিয়েছেন ওভারলোডিং গাড়ির দৌরাত্ব কমানোর জন্য। কিন্তু তারপরেও ছবিটা বদলানোর নয়। বিশেষ করে জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তে চলছে দেদার ভাবে কখনো প্রকাশ্য দিবালোকে তো কখনো আবার রাতের অন্ধকারে অবৈধভাবে বালি মাফিয়াদের দৌরাত্ম্য।। শহর থেকে গ্রাম পুলিশের নাকের ডগা দিয়ে ওভারলোডিং ডাম্পার চলছে। নিরব দর্শকের ভূমিকায় পুলিশ প্রশাসন। এদিন মাল বাজারে ওভারলোডিং ডাম্পারের ছবি করতে গেলে সংবাদমাধ্যমের কর্মীদের মারধোর সহ মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে ডাম্পার মালিকদের বিরুদ্ধে। ঘটনাস্থল রণক্ষেত্রের রূপ নেয়।
জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তে চলছে দেদার ভাবে কখনো প্রকাশ্য দিবালোকে তো কখনো আবার রাতের অন্ধকারে অবৈধভাবে বালি মাফিয়াদের দৌরাত্ম্য।।

Leave a Reply