জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- অন্যান্য দিনের মতোই শনিবার সন্ধ্যা থেকেই জলপাইগুড়ি জেলার মালবাজার শহরের বুক চিরে যাওয়া সড়কে চলতে শুরু হয় বালি পাথর মাফিয়াদের দৌরাত্ম।
শয়ে শয়ে ড্যাম্পার ছুটতে থাকে শহরের বুক চিরে।
আর এতেই পথ চলতি সাধারন মানুষ এবং স্থানীয় ব্যবসায়ীরা প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে দুর্ঘটনার আশঙ্খায়।
পথ অবরোধ করে শুরু হয় বিরোধিতা ,এর পরেই পাল্টে যায় পরিস্থিতি, বালি পাথর মাফিয়াদের সশস্ত্র বাহিনী জড়ো হয়ে আক্রমন শুরু করে স্থানিয় জনগণের ওপর, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পেশাগত কারণে পৌঁছলে বালি পাথর মাফিয়াদের বাহিনী ঝাপিয়ে পরে সংবাদ মাধ্যমের কর্মীদের ওপর।
এই ঘটনায় গভীর রাত পর্যন্ত বেস কয়েকজন সাংবাদিক আহত হয়ে মালবাজার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গিয়েছে।
এদিকে ডুয়ার্সের বিভিন্ন এলাকায় বারংবার এই বালি পাথর মাফিয়াদের দৌরাত্ম নিয়ে উত্তেজনা সৃষ্টি হওয়ায় সমগ্র ডুয়ার্স জুড়ে এর প্রভাব যেমন পরছে,সেই সঙ্গে ডুয়ার্স ভ্রমণে আসা দেশী বিদেশী পর্যটকদের মধ্যেও এর রেষ পরবে বলেই মনে করছেন পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা।
অপরদিকে পরিস্থিতি সামাল দিতে ঘটনা স্থলে উপস্থিত মালবাজার থানার পুলিশের সামনেই চলে সাংবাদিকদের ওপর নির্মম অত্যাচার বলে অভিযোগ উঠেছে ইতিমধ্যেই।
পরবর্তীতে জলপাইগুড়ি সদর থেকে অতিরিক্ত পুলিশ বাহিনী পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জেলা পুলিশ।
ঘটনা প্রসঙ্গে জেলার পুলিশ সুপার উমেশ খন্ড বাহালে গভীর রাতে এক ওহাটস অ্যাপস বার্তায় জানিয়েছেন, কর্তব্যরত সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনার নিন্দা করছে জেলা পুলিশ, এবং এই ঘটনার সঠিক তদন্ত করে দোষী দের আইনের আওতায় আনা হবে দ্রুত।
Leave a Reply