এই প্রথম পশ্চিমবঙ্গে অত্যাধুনিক বৃদ্ধাশ্রম হতে চলেছে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- এই প্রথম পশ্চিমবঙ্গে অত্যাধুনিক বৃদ্ধাশ্রম হতে চলেছে, পাউশি অন্তর্দয় অনাথ আশ্রমে এইখানে যে বৃদ্ধাশ্রম হচ্ছে শুধু বৃদ্ধাশ্রম নয় সঙ্গে থাকছে বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য পার্ক প্রতিটি রুম থাকছে বিলাসবহুল আরো সঙ্গে থাকছে ইনডোর আউটডোর বাগান যেখানে বৃদ্ধ বৃদ্ধারা সময় কাটাতে পারবে এই পার্ক এবং বাগানে এই ধরনের বৃদ্ধাশ্রম চিন্তাভাবনা ছিল পাউশি অন্তর্দয় অনাথ আশ্রমের কর্ণধার বলরাম করনের আর সেই বৃদ্ধাশ্রম শুভ সূচনা হতে চলেছে বৃহস্পতিবার ২৯ শা মে ধুমধাম সহকারে শুভ সূচনা হবে সকাল ১১ টায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *