নদিয়া, নিজস্ব সংবাদদাতা :- কালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে সিলমোহর পড়ল প্রয়াত বিধায়ক নাসির উদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদের নামেই। ভোট ঘোষণার পর থেকেই সম্ভাব্য প্রার্থী হিসেবে একাধিক নাম আলোচনায় থাকলেও শেষপর্যন্ত দল আস্থা রাখল প্রয়াত বিধায়কের কন্যার উপর।
তৃণমূল কংগ্রেস আজ সামাজিক মাধ্যমে পোস্ট করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে, আলিফা আহমেদই হবেন দলের প্রার্থী।
আলিফা আহমেদ পেশায় একজন বিটেক ইঞ্জিনিয়ার। তবে বাবার জীবদ্দশায় তাঁর রাজনীতিতে অভিষেক ঘটে। ২০০৩ সালে কৃষ্ণনগরের হোলি ফ্যামিলি গার্লস হাইস্কুল থেকে মাধ্যমিক এবং ২০০৫ সালে একই স্কুল থেকে কৃতিত্বের সঙ্গে উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হন। এরপর তিনি দূর্গাপুরের বিসিইটি-থেকে ২০০৯ সালে বিটেক ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করেন।
২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে আলিফা আহমেদ নদিয়া জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন। তবে শেষ পঞ্চায়েত ভোটে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দীতা না করলেও তাঁর জনসংযোগ ছিল।
মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ সৈনিক ছিলেন প্রাক্তন বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ। দলের প্রতিষ্ঠালগ্ন থেকেই ছিলেন লাল সাহেব। ২০১১ সালে বাম আমলের পালাবদলে প্রথমবার বিধায়ক হন। তবে ২০১৬ সালে বাম-কংগ্রেসের জোট প্রার্থী হাসানুজ্জামান সেখের কাছে ১২২৭ ভোটে পরাজিত হন। ২০২১ সালে আবার জমি ফিরে পায়। বিজেপি প্রার্থীকে হারিয়ে জয়ী হন তিনি। বাম আমলের ক্ষয়িষ্ণু শিক্ষা-স্বাস্থ্য, নিকাশি-পানীয় জল সহ বিভিন্ন ক্ষেত্রকে ঢেলে সাজান নাসিরুদ্দিন আহমেদ।
Leave a Reply