
পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার এগরায় ডিওয়াইএফআই এর ডাকে চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হলো শুক্রবার। আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এদিন বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের কুদি বাজারে সিপিএমের শাখা সংগঠন ডিওয়াইএফআই এর আয়োজনে এই সম্মেলনে উপস্থিত হয়ে সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক শেখ ইব্রাহিম আলি জানিয়েছেন,
আমাদের লড়াই কেন্দ্রের বিজেপি সরকার, এবং রাজ্যের রাজ্য সরকারের বিরুদ্ধে, অসংখ্য কেন্দ্রীয় দপ্তর গুলিতে শূন্য পদ খালি এবং আমাদের রাজ্যে লাগাম ছাড়া দুর্নীতি, হাজার হাজার বেকাররা রাস্তায়, সরকার কাজে দিতে পারছে না, বেকারত্ব মূল্যবৃদ্ধির মধ্য দিয়ে একটা রাজ্য অন্ধকারে চলছে, কেন্দ্রের বিজেপি সরকার যে ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, এবং রাজ্য সরকার রাজ্যে লুটেপুটে রাজ্যটাকে শেষ করে দিয়েছে তাদের বিরুদ্ধেই মূলত আমাদের লড়াই প্রতিনিয়ত চলে, তৃণমূল ভাবে আমরা এই রাজ্যে প্রভাব খাটিয়ে সারা জীবন টিকে যাব এই রাজনীতি বেশি দিন চলবে না, ফলে কেন্দ্র ও রাজ্য সরকারের জনস্বার্থ বিরোধী নীতিগুলোর প্রতিবাদে আমরা গণতান্ত্রিকভাবে ডি ওয়াই এফ আই এর পক্ষ থেকে লাগাতার আন্দোলন সংগঠিত করছি তারই ধারায় হিসেবে আজকের এই সম্মেলন। উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক তাপস সেন, সিআইটিইউর জেলা সম্পাদক সুব্রত পন্ডা, সৌম্য দাস- সহ অন্যান্যরা। এদিনের এই সম্মেলনে কয়েকশো বাম কর্মী ও সমর্থকেরা হাজির ছিলেন।












Leave a Reply